প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
নগরীতে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে রানা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুঃ) রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের জাব্দীপুর বউ বাজারের তাফসীর গাজীর দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়। রানা আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের হোসেন শেখের ছেলে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24